আশাশুনি উপজেলার দরগাহপুর আরকেএইচ কলেজিয়েট স্কুলের গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যাক্ষের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। গভর্নিং বডির সভাপতি দরগাহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মিরাজ আলীর সভাপতিত্বে সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরপদ মন্ডল, সহকারি প্রধান শিক্ষক মনি মোহন মন্ডল, গভর্নিং বডির সদস্য মীর মনিরুল ইসলাম ডাবলু, মীর রেজাউল করিম, শেখ রমজান আলী বাবু, আবুল কাশেম, শিক্ষক প্রতিনিধি কংকর চন্দ্র সরকার, শেখ আবদুল মহিন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় করোনাকালীন প্রতিষ্ঠানের কার্যাবলী, শিক্ষকদের উপস্থিতি, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, মাননীয় সংসদ সদস্য আ ফ ম রুহুল হক এমপি মহোদয়ের তিন লক্ষ টাকা অনুদান দিয়ে কাজ বাস্তবায়ন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় সচিব শেখ ইউসুফ হারুনের এক লক্ষ টাকার অনুদান দিয়ে পরিকল্পনা মাফিক কাজ বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।