আশাশুনি উপজেলার কুল্যায় পৈত্রিক সম্পত্তি জবর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। কুল্যা ইউনিয়নের মৃত হাজারী লাল চৌধুরীর কন্যা স্কুল শিক্ষিকা সুমিত্রা চৌধুরী এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে প্রকাশ, একই গ্রামের চিত্তরঞ্জন ভট্টাচার্যের পুত্র পবিত্র ভট্টাচার্য ও মৃত বিনয় কৃষ্ণ ভট্টাচার্যের পুত্র চিত্তরঞ্জন ভট্টাচার্য সুমিত্রা চৌধুরীর পৈত্রিক সম্পত্তি জবর দখল করার জন্য দীর্ঘদিন ষড়যন্ত্র করে আসছিলেন। গত ৪ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে তাদের বাড়ীতে না থাকার সুযোগে বিবাদীরা তাদের (বাদির) ভোগ দখলীয় কুল্যাবেনাডাঙ্গা মৌজায় ৫৬৪নং খতিয়ানে বাস্ত ভিটায় অনধিকার প্রবেশ করে ০৪ শতক সম্পত্তি জবর দখলের উদ্দেশ্যে ঘেরাবেড়া দিতে যায়। বাধ্য হয়ে তিনি ৬ জুলাই সকালে বিবাদীদের দেওয়া অবৈধ ঘেরাবেড়া উপড়াইয়া দেন। এতে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ মারধর করার জন্য উদ্যত হয় এবং জীবন নাশের হুমকি দিয়ে পুনঃরায় ঐ সম্পত্তিতে আবারও ঘেরাবেড়া দিবে বলে আষ্ফালন করে বেড়াচ্ছেন। তিনি আরও জানান, তার পিতার নিকট থেকে ৩২/৩৩ বছর আগে দু’দফায় ৫৫ শতক জমি ক্রয় করেন চিত্তরঞ্জন ভট্টাচার্য। যা তারা ভোগ দখলে রেখেছেন। সম্প্রতি তারা পুনঃরায় আরও ৪ শতক সম্পত্তি জবর দখলের চেষ্টা চালাচ্ছেন। এ ব্যাপারে সুষ্মিতা চৌধুরী বাদী হয়ে ন্যায় বিচার প্রার্থনা করে আশাশুনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।