কুড়িগ্রামে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ধরলা নদীর পানি অস্বাভাবিকহারে বৃদ্ধি পেয়েছে। সেই সাথে বাড়ছে ব্রহ্মপুত্র নদের পানিও। দ্বিতীয় দফা বন্যায় রুদ্ররুপ নিয়েছে ধরলা নদী। এই নদীর তীব্র স্রােতের তোড়ে ভেঙে গেছে বিকল্প বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এতে ২০টি গ্রামের কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পরেছে। এছাড়াও দ্বিতীয় দফা বন্যায় জেলার ৯ উপজেলার ৫৬টি ইউনিয়নের ৫ শতাধিক গ্রামের ২ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পরেছে।
গত ২৪ ঘন্টায় (সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা) ধরলা নদীর পানি সেতু পয়েন্টে বিপৎসীমার ১০০ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের পানি নুনখাওয়া পয়েন্টে বিপৎসীমার ৮১ সেন্টিমিটার ও চিলমারী পয়েন্টে ৮৫ সেন্টিমিটার বিপৎসীমার উপর দিয়ে প্রবাাহিত হচ্ছে এবং তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে ১৩ সেন্টিমিটার বিপৎসীমা উপর প্রবাহিত হচ্ছে।
এদিকে রাতে যারা খেয়ে দেয়ে শুতে গেছেন। সকালে উঠে দেখেন ঘরময় পানি। দোকানে গিয়ে দেখেন অর্ধেক মালামাল পানিতে ভেসে বেড়াচ্ছে। মহাসড়ক ছাড়া আন্ত: যোগাযোগের সকল সড়ক পানিতে তলিয়ে গেছে। লোকজন পাকা রাস্তার উপর দিয়ে নৌকা চালিয়ে মহাসড়কে গিয়ে আশ্রয় নিচ্ছেন। চুলা, নলকুপ ও লেট্রিন ডুবে যাওয়ায় চরম ভোগান্তিতে পরেছে বানভাসী মানুষ।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন, পানিবন্দী মানুষকে উদ্ধারে প্রয়োজনীয় নৌকার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া জেলায় ৪৩৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তত রাখা হয়েছে। ৪০০ মে. টন চাল, ১১ লাখ টাকা ও ৩ হাজার প্যাকেট শুকনো খাবার উপজেলা পর্যায়ে বরাদ্দ দেয়া হয়েছে।