পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা (সদ্য বদলীকৃত) ডা.মো. শুয়াইবুর রহমানকে লাঞ্ছিত করে এবং মারধরের অপচেষ্টা করেও বহাল তবিয়তে রয়েছেন ওই স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মো. নুরুল ইসলাম। প্রতিনিয়ত তার দ্বারা হয়রানীর শিকার হচ্ছেন অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। অথচ ওই ঘটনার পর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তাকে বদলী করা হলেও অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে রহস্যজনক কোন প্রকার ব্যবস্থাই গ্রহণ করা হয়নি। স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক,কর্মকর্তা ও কর্মচারী প্রধান সহকারী মো.নুরুল ইসলামের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন।
সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মোঃ নুরুল ইসলাম গত ১৮ জুন স্বাস্খ্য ও প.প.কর্মকর্তা ডা.শুয়াইবুর রহমানের সাথে ঔদ্ধ্যত্বপূর্ণ আচারণ করাসহ তাকে মারতে উদ্যত হন। এদিন সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটার পর চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উত্তপ্তকর পরিবেশের সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। প্রধান সহকারীর আচরণে সবাই অতিষ্ঠ হয়ে পড়েছেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল। তাৎক্ষণিক তিনি হাসপাতালের সকল চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বসে ঘটনার বিররণ শোনেন এবং পরবর্তীতে বিষয়টি তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে চলে যান। কিন্তু একদিন পরেই উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.মো.শুয়াইবুর রহমানকে বদলী করা হলেও প্রধান সহকারী নুরুল ইসলামের বিরুদ্ধে কোন পদক্ষেপই নেওয়া হয়নি।
এ ঘটনার পর ২২ জুন স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মোঃ নুরুল ইসলামের অসদাচার,স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির প্রতিবাদে এবং তার অপসারণ দাবিতে মানববন্ধন করেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারী। স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ঘন্টাব্যাপী এই মাববন্ধন অনুষ্ঠিত হয়।
হাসপাতালের একাধিক স্টাফ অভিযোগ করে বলেন,অফিসের প্রধান সহকারী নুরুল ইসলামের কারণে তারা অতিষ্ঠ। সে কোন কিছুর তোয়াক্কা করেন না। কর্মচারীদের বিল করতে গেলেই টাকা দাবি করেন। টাকা না দিলেই নানাভাবে হয়রানী করেন। কাউকে তোয়াক্কা করেন না। হাসপাতালের সবাই তার কাছে অনেকটাই জিম্মি। অথচ স্বাস্থ্য কর্মকর্তার সাথে চরম দূর্ব্যবহার করার পরও বহাল তবিয়তে রয়েছেন এই কর্মকর্তা। রাত৮/৯টা পর্যন্ত তিনি অফিসে অবস্থান করেন। হাসপাতালের এক মহিলা কর্মচারীর যোগসাজসে কিনি নানা অনিয়ম ও দূর্নীতি করে চলেছেন বলে একাধিক সূত্র জানায়।
প্রধান সহকারী মো.নুরুল ইসলাম অবশ্য তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয় কলে দাবি করেছেন। তিনি কোন অণিযমের সাথে জড়িত নন বলে জানান।