২০২০-২১ অর্থবছরের এডিপির অর্থায়নে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান করেছে চাটমোহর পৌরসভা। সোমবার দুপুরে ১৬টি মসজিদ,মন্দিও,কবরস্থান,এতিমখানা ও কওমী মাদ্রাসায় ৫ লাখ ৪০ হাজার টাকার অনুদান প্রদান করেন পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল। পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর মো.আবুল কালাম আজাদ দুলালের সঞ্চালনায় অনুদান বিতরণী অনুষ্ঠানে প্যানেল মেয়র মো. নাজিম উদ্দিন মিয়া,সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম,ওয়ার্ড কাউন্সিলর নুর ই হাসান খান ময়না,ওছিম উদ্দিন,মির্জা মাসুদ,সাদেক আলী আকন্দ,বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো.আ. রাজ্জাক,ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আঃ মুতালিব,আলহাজ্ব রফিকুল আজিজ আরজু,পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য,অধ্যাপক অনুপ কুমার কুন্ডু প্রমূখ উপস্থিত ছিলেন। একইদিন করোনাভাইরাস মোকাবেলায় সরকারি মানবিক সহায়তার অংশ হিসেবে ১১৩ জন শিক্ষার্থীর মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তা প্রদান করেন পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল।