পাবনার চাটমোহর থানা পুলিশ রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে তিন গরু চোরকে আটক করেছে। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া ২টি গরু। আটককৃতরা হলো উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শাহপুর গ্রামের মোঃ ঘবেদ আলীর ছেলে শাহিন হোসেন (২৮),মৃত তয়জাল হোসেনের ছেলে আঃ রশিদ (৫৫) ও ফৈলজানা ইউনিয়নের পবাখালী গ্রামের মৃত সোনাই আলীর ছেলে আঃ কুদ্দুস (৪৫)। এ ব্যাপারে চাটমোহর থানায় একটি মামলা হয়েছে। সোমবার সকালে চাটমোহর থানা পুলিশ স্থানীয় সাংবাদিকদের এ বিষয়ে লিখিত ব্রিফিং দিয়েছে। ব্রিফিংয়ে বলা হয়েছে,গত ১৫ জুন উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শাহপুর গ্রামের আমিরুল ইসলামের ২টি গরু চুরি হয়। এ ব্যাপারে সে চাটমোহর থানায় এজাহার দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে পাবনার পুলিশ সুপার রফিকুল ইসলাম বিপিএম,পিপিএম এর নির্দেশে চাটমোহর সার্কেলের এএসপি সজীব শাহরীন ও থানার ওসি মো.আমিনুল ইসলামের তত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) হান্নান মাহমুদের নেতৃত্বে পুলিশ রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে গরু চোর শাহিন ও আ.রশিদকে আটক করেন। তাদের স্বীকারোক্তি অনুসারে পবাখালী গ্রামে আঃ কুদ্দুসের বাড়িতে অভিযান চালিয়ে আঃ কুদ্দুসকে আটক করেন এবং তার বাড়ি থেকে গরু ২টি উদ্ধার করা হয়। ওসি আমিনুল ইসলাম জানান,গরু চোর চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।