নওগাঁর পত্নীতলায় সোমবার দুপুরে করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আবদুস ছাত্তার (৬০) নামে এক ইপিআই টেকনোলজিস্ট এর মৃত্যু হয়েছে। তিনি পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন এবং করোনা রোগীদের স্যাম্পল কালেকশন দলে দায়িত্ব পালন করছিলেন। তাঁর গ্রামের বাড়ি উপজেলার যোগিবাড়ি গ্রামে। তবে তিনি নজিপুর পৌরসভার হরিরামপুর গ্রামে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন। পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত প্রায় ৫দিন পূর্বে আবদুস ছাত্তারের করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর থেকেই তিনি নিজ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। আবদুস ছাত্তারসহ পত্নীতলায় এ পর্যন্ত দুইজন করোনায় মারা গেলেন। পত্নীতলা উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগী ৩৬জন, এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৭ জন এবং আইসোলেশনে আছেন ৯জন। স্থানীয় প্রশাসনের সহায়তায় স্বাস্থ্য বিধি মেনে মৃত্যের লাশ গ্রামের বাড়ি যোগিবাড়িতে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।