ভারত থেকে আসা ঢলের পানি তিস্তা নদীতে এসে যোগ হচ্ছে। এরফলে প্রতিনিয়ত বেড়ে চলছে তিস্তার পানি। ১২ জুলাই সন্ধ্যা ৭টা পর্যন্ত তিস্তা ব্যারেজ নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এদিকে ভয়াবহ ঢলের হাত হতে রক্ষা পেতে জিনিষপত্র নিয়ে মানুষজন নিরাপদে সরে যেতে শুরু করেছে।
পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়ার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, পরিস্থিতি সামাল দিতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। লাল সংকেট দেয়া হয়েছে। তিনি বলেন তিস্তা ব্যারাজের ফাডবাইপাস এলাকাটি কর্মকর্তারা নজরদারী করছে। তিস্তা ব্যারাজের ফাড ফিউজ এলাকার উজান ও ভাটি এলাকায় বসবাসকৃত পরিবারগুলোকে নিরাপদে সরে যেতে মাইকিং করা হচ্ছে।
১২ জুলাই দুপুর ১টায় ভারতের তিস্তা নদীর দো-মহনী পয়েন্টে তিস্তার পানি বিপদসীমা ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। বাংলাদেশের তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্ট হতে উজানে ভারতে তিস্তার দো-মহনীর দুরত্ব ৬৫ কিলোমিটার ও ভারতের গজলডোবার দুরত্ব ১২০ কিলোমিটার। ভারতের পাহাড়ে ও সমতলের প্রচুর বৃষ্টিপাত ও গজলডোবার জলকপাট খুলে দেয়ায় বন্যা পরিস্থিতি ১৯৮৮,১৯৯৬ ও ১৯৯৮ সালের মতো হতে পারে।
এদিকে গত তিন দিনের তিস্তার বন্যায় ডিমলা উপজেলায় ৫ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত’ হয়েছে। পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, গয়াবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশাচাঁপানী ও ঝুনাগাছচাঁপানীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা জানায় তিস্তা ভয়ংকর রুপ নিয়েছে। উত্তাল তিস্তা এখন সর্বনাশি আকার ধারণ করেছে। ডিমলার কিছামত ছাতনাই, ঝাড়শিঙ্গেশ্বর, চরখড়িবাড়ি,পূর্ব খড়িবাড়ি, পশ্চিমখড়িবাড়ি, তিস্তা বাজার, তেলিরবাজার, বাইশপুকুর, ছাতুনামা, ভেন্ডাবাড়ি এলাকার পরিস্থিতি খারাপ হওয়ায় সেখানকার মানুষজন গরু,ছাগল নিয়ে নিরাপদে আশ্রয় নিয়েছে। অপরদিকে জেলার জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ি,গোলমুন্ডা, শৌলমারী, কৈমারী এলাকার ২ হাজার পরিবার বন্যাকালিত হয়েছে। সেই সঙ্গে তিস্তা নদীর পানি লোকালয়ে প্রবেশ করায় দুই উপজেলার অসংখ্য ফসলী জমির আমন বীজতলা, রোপিত আমনের রোপা তলিয়ে গেছে। বসতঘরগুলোতে প্রকারভেদে হাঁটু ও কোমড় সমান পানির স্রােত বয়ে যাচ্ছে। এ ছাড়া মাছের খামার পুকুরগুলো উপচে পড়ায় প্রচুর মাছ পানিতে ভেসে গেছে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন উপজেলার সকল কর্মকর্তাকে সঙ্গে নিয়ে কয়েকভাগে টিম গঠন করে প্রতিটি ইউনিয়নে মনিটরিং করা হচ্ছে।