কারাগার থেকে বের হওয়ার ১৫ দিনের মাথায় হত্যা মামলার আসামি জাহেদুন নবী সোহেল নামে এক যুবক খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে শনিবার রাতে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডিস ব্যবসা নিয়ে নিয়ে দ্বন্দ্বের জেরে প্রায় বছর দুয়েক আগে খুন হয় ফরহাদ নামে এক যুবক। ফরহাদ হত্যার মামলার আসামি হিসেবে নগরীর কেরানী পাড়া এলাকার নিহত সোহেল দীর্ঘদিন কারাগারে ছিল। দুসপ্তাহ আগে সোহেল জামিনে মুক্ত হয়ে মা রমেক হাসপাতাসের নার্স হাসিনা বেগমের কোয়াটারে থাকতো। শনিবার রাতে কোয়য়াটার থেকে বের হলে একদল যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতারি কুপাতে থাকে। এতে ঘটনাস্থলেই সোহেল মারা যায়। এ ঘটনায় নিহতের মা হাসিনা বেগম বাদি হয়ে কোতয়ালি থানায় একটি মামলা করেছে। মামলাটি তদন্ত করছে মহা নগর ডিবি পুলিশ। মেট্রোপলিটন পুলিশের সহকারি পুলিশ কমিশনার আলতাফ হোসেন বলেন এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে। হত্যাকান্ডের বিষয়টি গুরুত্বসহকাওে তদন্ত করা হচ্ছে।