ডুমুরিয়ার পল্লীতে জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধে সালাউদ্দীন গাজী ও তার সহযোগিরা এক কৃষকের মৎস্য ঘেরের ভেড়ীবাঁধ কেঁটে দিয়ে জবর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আকড়া গ্রামে। এ ঘটনায় ভূক্তভোগী কৃষক হাবিবুর রহমান ঢালী বাদী হয়ে গত বুধবার ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার আঁকড়া গ্রামের কৃষক হাবিবুর রহমান, মৌজা আকড়া, জেএল নং ২০৩ খতিয়ান নং আর,এস,২৪৭ দাগ নং ১৬২ জমির পরিমান ০.৭৫ একর জমি বিবাদীদের নিকট হতে পৈত্রিক ওয়ারেস সূত্রে এওয়াজ বদলের মাধ্যমে ভোগ দখল করে আসছে। উল্লিখিত জমিতে বাদীর একটি মৎস্য ঘের রয়েছে। ঘটনার দিন গত ৮ জুলাই সকালে একই এলাকার বাসিন্দা বিবাদী সালাউদ্দীন গাজী ও তার সহযোগী ফারুক গাজী,রশিদ মোল্যা,খলিল গাজী,রুহুল কুদ্দুস মোল্যা জনতা বদ্ধে বেআইনী ভাবে বাদীর মৎস্য ঘেরে ঢুকে ঘেরের বেঁড়িবাধ কেঁটে দেয়। বাঁধ কাঁটার কারণ জানতে চাইলে বিবাদীরা বাদি হাবিবুর রহমানকে মারপিট করতে উদ্যত হয় এবং সম্পত্তি ছেড়ে দিতে বলে। অন্যথায় খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় ওই দিন হাবিবুর রহমান বাদী হয়ে সালাউদ্দীন গাজীসহ ৫ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ বিষয়ে বিবাদী সালাউদ্দীন গাজীর কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন,হাবিবুর রহমানের দাবীকৃত জায়গা আমাদের। তাদের সাথে ওই জমির কোন এওয়াজ বদল নেই। আমাদের নিজস্ব জমিতে পাতা খোলা করার জন্যে পানি সরানোর প্রয়োজনে বাঁধের কিছু অংশ কেঁটে নেট-পাটা দিয়ে দিয়েছি। হাবিবুরের অভিযোগ সত্য নয়। এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মমকর্তা থানা পুলিশের এএসআই ফারুক হোসেন জানান, হাবিবুর রহমানের অভিযোগের বিষয়টি প্রাথমিক ভাবে তদন্ত করতে ঘটনাস্হলে গিয়েছিলাম। উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে। তদন্ত কাজ শেষ হলে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট প্রদান করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।