যশোর জেলার সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. শেখ আবু শাহীন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (১২ জুলাই) দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ডা. শেখ আবু শাহীন। স্বাস্থ্যবিধি মেনে তিনি বর্তমানে নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
সিভিল সার্জন জানান, জ্বর হওয়ায় তিনি শনিবার নিজের নমুনা দিয়েছিলেন। রোববার (১২ জুলাই) পাওয়া ফলাফলে জানতে পেরেছেন তিনি পজেটিভ।
এই নিয়ে যশোরে করোনাভাইরাস মোকাবেলা করার জন্য গঠিত জেলা কমিটির তিন সদস্য করোনায় আক্রান্ত হলেন। প্রথম আক্রান্ত হয়েছিলেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায়। ইতোমধ্যে তিনি সুস্থ হয়ে উঠেছেন। পরে আক্রান্ত হন প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন। বর্তমানে, তিনি ঢাকায় চিকিৎসাধীন আছেন।
সূত্রে জানা গেছে, যশোরের ডেপুটি সিভিল সার্জনও ক্যানসারে আক্রান্ত। ফলে স্বাস্থ্য প্রশাসন সামলানোর জন্য বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। এই অবস্থায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মীর আবু মাউদকে ভারপ্রাপ্ত সিভিল সার্জন হিসেবে নিযুক্ত করা হয়েছে।