ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৭৭ নং কবিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী খাতুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন একই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষিকার দুলাভাই তোরাব আলী। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক বরাবর লিখিত এ অভিযোগে তিনি উল্লেখ করেছেন যে ২০ বছর যাবৎ সোহেলী খাতুন একই স্কুলে প্রধান শিক্ষক হিসাবে দয়িত্ব পালন করে আসছেন। এ কারণে তিনি কাউকেই তোয়াক্কা করেন না এমনকি ম্যানেজিং কমিটির সভাপতিকেও থোরাই কেয়ার করেন। ছাত্র ছাত্রীদের কাছ থেকে ২০০ থেকে ৩০০ টাকা তিনি ভর্তির সময় আদায় করেন যার কোন হিসাব তিনি কমিটির কাছে দেন না। কোমলমোতী শিশুদেরকে নিষিদ্ধ গাইড বই কিনতে বাধ্য করান। স্কুল সংলগ্ন নিজ বাড়ীর জানালা তিনি স্কুলের আসবাবপত্র দিয়ে বানিয়েছেন। স্কুলের বিভিন্ন গাছের ডাল কেটে নিজে ব্যাবহার করেন এবং নারিকেলসহ অন্যান্য ফল বিক্রি করে স্কুল ফান্ডে টাকা জমা দেন না। স্কুলের ল্যাপটপ, কম্পিউটার,হারমোনিয়াম নিজের বাসায় রেখে ছাত্রছাত্রীদের বঞ্চিত করে নিজ সন্তানদের দিয়ে ব্যাবহার করান। প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম বিদ্যালয়ে সরবরাহ করা হয়না। ফলে শিক্ষার্থীরা ঝুকির মধ্যে ক্লাস করে। বিদ্যুৎ বিলের টাকা সহকারী শিক্ষকদের নিকট থেকে আদায় করা হয়। নিজ বাসায় স্কুলের বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবহার করেন। ছাত্রছাত্রীদের নিকট থেকে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার টাকা নেয়া হলেও কোন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়না। এছাড়াও জাতীয় কোন দিবস পালন করা হয়না। প্রতিবেশীদের সাথে দুর্ব্যাবহার করে থাকেন। তার নানা অভিযোগ তুলে ধরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তোরাব আলী চেযারম্যান দুনীর্তি দমন কমিশন, শিক্ষা প্রতিমন্ত্রী, শিক্ষা সচিব, জেলা প্রশাসক ঝিনাইদহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিবাগীয় পরিচালক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে লিখত অভিযোগ পেরণ করেন। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসরাইল হোসেন জানান, আমি প্রধান শিক্ষকের বিরুদ্ধে সভাপতির দেওয়া লিখিত অভিযোগের কপি পেয়েছি।
এ ব্যাপারে প্রধান শিক্ষক সোহেলী খাতুন জানান, তার বিরুদ্ধে আনীত সকল আভিযোগ মিথ্যা। স্কুল ফান্ডে আসা স্লিপের টাকা সভাপতির নিকট না দেওয়ায় তিনি এ হেন অভিযোগ দিচ্ছেন।