নীলফামারীর ডোমার থানা পুলিশের অভিযানে ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সেই সাথে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের প্রধানসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।
১১ জুলাই এটি নিশ্চিত করেন পুলিশ সুপার মোখলেছুর রহমান। চোরেরা হলো: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা পৌর শহরের মোশারফ হোসেন ওরফে মাশুক (২৮),এনামুল হক (২৮), আমির হোসেন (৩০) ও নীলফামারী জেলার জলঢাকা উপজেলার মিরগঞ্জ গ্রামের ফজদুল ওরফে ফরিদুল ইসলাম (২৭)। আসামিরা এ ঘটনায় আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দী প্রদান করে।
গত ২৯ জুন রাতে ডোমারের মেলামাঙ্গা এরাকায় বাসার গ্রিল কেটে সেলিম রেজার বাড়ি হতে এ্যাপেক্স আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল চুরি যায়। এ ঘটনায় মামলা হলে ওই মামলার তদন্তে প্রথমে গ্রেফতার করা হয় নীলফামারীর ফজদুর ওরফে ফরিদুল ইসলামকে। তার তথ্যে পাটগ্রামে অভিযান চালিয়ে ৪টি চোরাই মোটরসাইকেল, ৪টি ডিজিটাল নাম্বার প্লেট উদ্ধারসহ সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রহুল আমিন, নীলফামারী থানার ওসি মোমিনুল ইসলাম, সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী, ডিআইও-১ লাইছুর রহমান প্রমুখ।