রংপুরের পীরগাছায় ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার ঘটনায় মামলার প্রধান আসামি এন্তাজ আলীকে আটক করেছে র্যাব। শনিবার দুপুরে র্যাবের কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ৭ জুলাই রাতে খলিলুর রহমান ও তার ভাই এন্তাজ আলীর পরিবারের সাথে ঝগড়া লাগে। এরই একপর্যায়ে এন্তাজ তার ভাই খলিলুর রহমানের মাথায় লাঠি দিয়ে জোরে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। খলিলুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শুক্রবার মারা যান। এ ঘটনায় শুক্রবার রাতে পীরগাছা থানায় এন্তাজ আলীসহ ৭ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করে খলিলুর রহমানের স্ত্রী ছকিনা বেগম। ঘটনাটি আমলে নিয়ে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং ২ ঘন্টার মধ্যে ঢাকায় পালানোর সময় এন্তাজ আলীকে আটক করে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এন্তাজ আলীকে পীরগাছা থানায় হস্তান্তর করেছে র্যাব।