রংপুরের পীরগাছায় পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে নিহত হয়েছে বড় ভাই খলিলুর রহমান (৬৫)। শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হত্যায় জড়িত ঘাতক ছোট ভাই এন্তাজ আলীকে গ্রেফতার করেছে র্যাব-১৩। পরে এন্তাজ আলী শনিবার বিকেলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ছকিনা বেগম ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হলেও নিরীহ গ্রামবাসীকে আসামি করা হয়েছে বলে দাবি করছে গ্রামবাসী।
জানা গেছে, উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পশ্চিমদেবু (আমডারা) গ্রামের আবদুল জলিলের ছোট ছেলে তার দ্বিতীয় স্ত্রী নিয়ে ঢাকায় বসবাস করতেন। তার প্রথম স্ত্রীর দুই মেয়ে সন্তান গ্রামের বাড়িতে থাকা অবস্থায় ছোট মেয়ে রিমু আক্তার (২০) প্রতিবেশি নয়নের সাথে প্রেমে জড়িয়ে পড়ে। সম্প্রতি গ্রামবাসী তাদের দু’জনকে আটক করে শালিসের মাধ্যমে বিয়ে দেন। এ বিয়ে বড় ভাই খলিলুর রহমান ও তার স্ত্রী ছকিনা বেগম মেনে নিতে না পেরে উভয় পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি সমাধনের জন্য ছোট ভাই এন্তাজ আলী তার স্ত্রী রুজিনা বেগমকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন। ঘটনার দিন গত বুধবার গভীর রাতে দুই ভাইয়ের মধ্যে তর্কবির্তকের একপর্যায়ে বড় ভাই খলিলুর রহমান ছোট ভাইয়ের স্ত্রী রুজিনা বেগমকে বেধড়ক মারপিট করতে থাকলে ছোট ভাই এন্তাজ আলী লাঠি দিয়ে বড় ভাইয়ের মাথা সজোরে আঘাত করে। পরে এলাকাবাসী আহত খলিলুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে গত শুক্রবার বিকেলে খলিলুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ওইদিন রাতেই র্যাব-১৩ একটি দল অভিযান চালিয়ে ঘাতক ছোট ভাই এন্তাজ আলীকে মিঠাপুকুর এলাকা থেকে আটক করে পীরগাছা থানায় সোর্পদ করে। শনিবার আটক এন্তাজ আলীকে আদালতে তোলা হলে সে হত্যার কথা স্বীকার করে ম্যাজিষ্ট্রেট এর নিকট জবানবন্দি দেন। এদিকে নিহতের স্ত্রী ছকিনা বেগম ৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে এলাকার নিরীহ কয়েকজন গ্রামবাসীকে আসামি করা হয়েছে বলে অভিযোগ করছেন গ্রামবাসীরা।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পীরগাছা থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘাতক ছোট ভাই হত্যার কথা স্বীকার করেছে। অন্য আসামিরা জড়িত কিনা তা তদন্ত করে দেখা হবে।