সৈয়দপুর সোনাখুলি মুন্সিপাড়া কামিল মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ছাত্রাবাসের ১৫টি কক্ষসহ ১টি অফিস কক্ষের আসবাবপত্র ও শিক্ষার্থীদের কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ১০ জুলাই এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহম্মদ আলী সরকার জানান, তিনি সকাল ৬টায় মোবাইলে মাদ্রাসায় আগুন লাগার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ভাবে সৈয়দপুর দমকল অফিসকে এবং পল্লী বিদ্যুৎ অফিসকে অবগত করেন। দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রনে আনে। করোনা ভাইরাসের কারণে মাদ্রাসা বন্ধ থাকায় কোন শিক্ষক ও শিক্ষার্থী ছিল না। কিভাবে আগুন লাগলো তা অজানা সবার। ঘটনার দিন বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ অগ্নিকাণ্ড স্থান পরিদর্শন করেন। এ সময় সাথে ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম, ৪নং বোতলাগাড়ী ইউনিয়ন চেয়ারম্যান হেলাল চৌধুরী, মাদ্রাসার সিনিয়র শিক্ষক জিন্নুর রহমান চৌধুরী, প্রভাষক রোকনুজ্জামান, মাওলানা আমিনুর রহমান, শিক্ষ আবদুল খালেকসহ অন্যরা।