নীলফামারীর ডোমারে মোটর সাইকেল চালাতে গিয়ে মারা গেলেন শৌলেন রায় নামে এক যুবক। এ সময় আহত হয় তার ভায়রা শুকুমার রায়। ১০ জুলাই নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের শ্যামের ডাঙ্গা নামক স্থানে এটি ঘটে। নিহত শৌলেন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ সোনাহার সাহাপাড়া গ্রামের দিজেন্দ্র নাথ রায়ের ছেলে।
আহত সুকুমার রায় বলেন, ১২ জুলাই রাতে তার শ্যালক গোপাল রায়ের বিয়ে। সেজন্যই ৯ জুলাই বিয়ে খেতে দুলাভাই শৌলেন রায় তার পরিবার নিয়ে শ্বশুর বাড়ীতে আসেন। শুক্রবার বিকালে পুরোহিতকে নিয়ে আসার জন্য আমরা দুই ভায়রা মোটর সাইকেল যোগে ডুগডুগি বড় গাছা যাচ্ছিলাম। মোটর সাইকেল চালাচ্ছিল দুলাভাই শৌলেন। ডুগডুগি যাওয়ার পথে শ্যাামের ডাঙ্গা নামকস্থানে হাইড্রোলিক ব্রেক চাপলে তারা মোটর সাইকেল থেকে ছিটকে পরে যান। এ সময় গুরুতর আহত হন তিনিসহ ভায়রা শৌলেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শৌলেনকে মৃত্যু ঘোষনা করেন।
ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, অভিযোগ না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।