রংপুরে ১৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এর ১ম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে রংপুর মহানগর জাতীয় সেচ্ছাসেবক পার্টির উদ্যেগে ছিন্নমুল মানুষের মাঝে খাবার বিতরন করা হয়। শুক্রবার রাতে নগরীর সিটিবাজার, মেডিকেল মোড় ও রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঘুরে ঘুরে অসহায় পথচারীদের ও ছিন্নমুল মানুষের মাঝে খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি রসিক মেয়র মোস্তাাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির যুগ্ন মহাসচিব ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস,এম ইয়াসীর, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আবদুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, জাতীয় যুব সংহতি রংপুর জেলা কমিটির সভাপতি হাসানুজ্জামান নাজিম, স্বেচ্ছাসেবক পাটির আহ্বায়ক ফারুখ মন্ডল সহ স্বেচ্ছাসেবক পাটির অন্যান্য নেতৃবৃন্দ, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর শাখার সভাপতি ইয়াছির আরাফাত আসিফ, জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলা শাখার যুগ্ন আহ্বায়ক মোঃ ইঞ্জিনিয়ার আল আমিন সুমন, মুহিন সরকার প্রমুখ।