সিরাজগঞ্জের রায়গঞ্জে ”মহামারী কোভিড-১৯ (করোনা ভাইরাস) কে প্রতিরোধ করি, নারী ও কিশোরের সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভার্চুয়াল পদ্ধতিতে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২০ উপলক্ষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামীমুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি রানী দাস, নলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল জব্বার প্রমুখ। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এমওএমসি, এইচএফপি কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন। আলোচনা সভাশেষে ৭ ক্যাটাগরির শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।