“মহামারী কেভিড-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে নওগাঁর পোরশায় ভার্চুয়াল পদ্ধতিতে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও সনদ বিতরন করা হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা। এতে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল পদ্ধতিতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান। এতে ভার্চুয়াল পদ্ধতিতে অংশগ্রহণ করেন কৃষি কর্মকর্তা মাহফুজ আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রদিতনিধি ও সাংবাদিকবৃন্দ। আলোচনা শেষে পরিবার পরিকল্পনা বিষয়ে বিশেষ অবদানের জন্য ৬ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে পুরুষ্কৃত এবং সনদ প্রদান করা হয়।