নীলফামারীর ডোমার উপজেলায় শ্যালকের বিয়েতে এসে সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে বাড়ি ফিরলেন জামাইবাবু শৌলেন রায় (৩৫) । মুহুর্তেই বিয়ের আনন্দ বিষাদে পরিনত হয়।
শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের শ্যামের ডাঙ্গা নামকস্থানে দূর্ঘটনাটি ঘটে। নিহত শৌলেন পঞ্চগড়ের দেবীগঞ্চ উপজেলার সোনাহার সাহাপাড়া গ্রামের দিজেন্দ্র নাথ রায়ের ছেলে।
শৌলনের ভায়রা সুকুমার রায় বলেন, শ্যালক গোপাল রায়ের বিয়েতে বেশকিছু আত্মীয় স্বজন আমার শ্বশুর বাড়িতে আসে। সবাই বিয়ের আনন্দ উল্লাসে ব্যস্ত। রবিবার সকালে আমি ও শৌলেন জামাইবাবুসহ দুই ভায়রা মিলে একটি মটরসাইকেলে পুরোহিতকে আনতে ডুগডুগি বড়গাছা যাচ্ছিলাম। মটরসাইকেলটি চালাচ্ছিলেন জামাইবাবু।
সুকুমার বলেন, যাওয়ার পথে শ্যামের ডাঙ্গা নামকস্থানে হাইড্রোলিক ব্রেক চাপলে আমরা মটরসাইকেল থেকে ছিটকে পরে যাই। এ সময় গুরুত্বর আহত হই আমরা দুজনে। স্থানীয়রা আমাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জামাইবাবু শৌলেনকে মৃত ঘোষণা করেন। আমিও চিকিৎসা নেই। মুহুর্তেই বিয়ের আনন্দ বিষাদে পরিনত হয়।
ডোমার থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।