যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন করোনা উপসর্গ নিয়ে শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। মৃত শহিদুল ইসলাম যশোর শহরের ঢাকা রোড এলাকার মৃৃৃৃত নিয়ামত আলীর ছেলে।
জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আরিফ আহম্মেদ জানান, গত ৯ জুলাই জ্বর, গলাব্যথ্যা, শ্বাসকষ্টর সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শহিদুল। চিকিৎসাধীন অবস্থায় ১০ জুলাই সকাল সাড়ে দশটার দিকে মেডিসিন বিভাগের ইন্টার্ণ ডাক্তার সৌরভ তাকে মৃত ঘোষনা করেন।
তিনি বলেন করোনাভাইরাস পরীক্ষার জন্য মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মৃৃৃৃতদেহ দাফনের ব্যাবস্থা করতে বলা হয়েছে।