প্রতারনা আর মামলাই যার পেশা। যে কিনা একসময় টাকার অভাবে চলতে পারতো না। সে আজ লাখ লাখ টাকার মালিক। একই জমি ভিন্নজনের কাছে বিক্রির নামে টাকা গ্রহন, চেক ও ষ্ট্যাম্প দিয়ে টাকা নেয়া এবং মামলার জালে ফেলে টাকা কামানোই তার ব্যবসা। আর এ মহা প্রতারক হচ্ছেন রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের পাঠক শিকড় গ্রামের ছমির উদ্দিন। যার প্রতারনা থেকে বাদ যাননি এমপি, পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক ও ব্যবসায়ী নেতারাও।
এক অনুসন্ধানে এলাকাবাসী, ভূক্তভোগী ও বিভিন্ন রাজনৈতিক নেতার সাথে কথা বলে জানা গেছে, উপজেলার কান্দি ইউনিয়নের পাঠক শিকড় গ্রামের আমিন উদ্দিনের ছেলে ছমির উদ্দিন একসময় অভাব অনটনে চলতে পারতো না। নানা অপকর্ম করে বেড়াতো। গ্রামবাসীর চাঁপে ওই গ্রাম থেকে পার্শ্ববর্তী ইছলারহাট সংলগ্ন এলাকায় সরকারি স্কুলের জায়গা অবৈধভাবে দখল করে বসবাস শুরু করেন। পেশা হিসেবে বেছে নেন মামলা মোকাদ্দমার দালালী ব্যবসা। এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। নিজের ৭ শতাংশ জমিকে পুজি করে বিক্রির নাম করে একেক জনের নিকট থেকে হাতিয়ে নেন মোটা অংকের টাকা। কিন্তু জমি আর রেজিষ্ট্রি হয়না। এভাবে তিনি মকরমপুর গ্রামের জলিল উদ্দিনের ছেলে পুলিশের এসআই আজিজুল বারীর নিকট বায়না ৪ লাখ টাকা নেন। পরে জমি না দিয়ে তালবাহানা করতে থাকেন এবং আজিজুলের নামে পুলিশের উধ্বর্তন কর্মকর্তার নিকট মিথ্যা একাধিক মিথ্যা অভিযোগ করেন। যার ফলে আজিজুলকে বরখাস্ত করা হলে তার নিকট উল্টো ১২ লাখ টাকা হাতিয়ে নিয়ে মিমাংসা করেন। ওই জমি বিক্রি নামে তিনি আবারো রুবেল মিয়া নামে একজনের নিকট ২ লাখ, রামচন্দ্রপাড়ার স্বপন মিয়ার নিকট ৬ লাখ, রিজন সরকারের নিকট ১০ লাখ ও আবদুল লতিফের নিকট ৬ লাখ ৫০ হাজার টাকা বিভিন্ন কৌশলে হাতিয়ে নেন। এ ছাড়া তিনি গাইবান্ধা-১ আসনের এমপি ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারীর নিকট তার স্বজনদের জমি বিক্রির নামে ২০ লাখ টাকা নেন। পরর্বতীতে এসব পাওনাদার তার প্রতারনার বিষয়টি বুঝতে পেরে টাকার জন্য চাঁপ দিলে তাদের লিখিত ষ্ট্যাম্প ও চেক দিয়ে শান্তনা দেন। একই একাউন্ডের চেক বিভিন্নজনকে দিলেও একাউন্ডে টাকা না থাকায় তারা প্রতারক জমির উদ্দিনের নামে মামলা দায়ের করেন। এসব পাওনাদারের অভিযোগে স্থানীয় ইছলারহাট বাজার সমিতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বার একাধিক বিচার-শালিস করলেও কোন সুরাহা হয়নি। বরং বিচারকরা হয়েছেন ছমির উদ্দিনের মিথ্যা মামলার শিকার। প্রতারক ছমির উদ্দিন নিজেকে বাঁচাতে ওই এলাকার আবদুল লতিফের নামে মারপিট, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন ধারায় ৮টি মামলা দায়ের করেন। যার ৫টি মামলা আদালত খারিজ করে দিয়েছে। এছাড়াও তিনি ইছলারহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তাজুল ইসলাম, সাধারন সম্পাদক মোশারফ হোসেন, মামুনুর রশিদ, রুবেল মিয়া, রিজন সরকার, ইউপি সদস্য জয়নাল হাজারীসহ নিরীহ গ্রামবাসীর নামে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। আর মামলাগুলো করেছেন ভিন্ন ভিন্ন নামে বাদি সাজিয়ে। যার কয়েকজন বাদি এসব মামলার বিষয়ে কিছু জানেন না বলে আদালতে লিখিত আবেদন দিয়েছে। এদিকে গাইবান্ধা-১ আসনের এমপি ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারীর নিকট ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার তার ম্যানেজার নাজমুস শাকিব বাদি হয়েছে প্রতারক ছমির উদ্দিনের নামে মামলা দায়ের করেছেন।
অনুসন্ধানকালে ভুক্তভোগী ইছলারহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তাজুল ইসলাম, সাধারন সম্পাদক মোশারফ হোসেন বলেন, মামলা দিয়ে মানুষকে হয়রানি করে অর্থ হাতিয়ে নেওয়াই ছমির উদ্দিনের ব্যবসা। কেউ কিছু বললেই মামলা। সে হচ্ছে মহা প্রতারক।
ইউপি সদস্য জয়নাল হাজারী বলেন, তার বিরুদ্ধে শালিসে কথা বলেছি। তাই আমাকেও একটি মামলার আসামি করেছে। আরেক ভুক্তভোগী ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবদুল লতিফ বলেন, পাওনা টাকা চাওয়ায় ছমির উদ্দিন আমার নামে একের পর এক মিথ্যা মামলা সাজিয়ে হয়রানি করছে। যার ৫টি মামলা আদালত খারিজ করে দিয়েছে।
এ বিষয়ে কৈকুড়ী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম লেবু মন্ডল বলেন, তার বিরুদ্ধে অনেক বিচার-শালিস করেছি। কিন্তু সে কোন কিছুই কর্ণপাত করছে না।
পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন বলেন, ছমির উদ্দিন একজন প্রতারক। সে আমাদের দলীয় অনেক নেতাকর্মীকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছে। তার বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।
এসব বিষয়ে অভিযুক্ত ছমির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার একটি চেক বই হারিয়েছে। সে বিষয়ে থানায় আমার জিডি করা আছে।