ডুমুরিয়ার একটি পরিবারের উপর চলছে অমানবিক অত্যাচার। একের পর এক হামলা এবং ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে করা হচ্ছে হয়রানী। পরিবারটি রয়েছে এখন চরম নিরাপত্তাহীনতায়। স্থানীয় জনপ্রতিনিধিরাও এখন চুপচাপ। সবকিছুই যেন চলছে লাট ভাইদের ইশারায়। ডুমুরিয়া উপজেলার মান্দ্রা গ্রামের মৃত দীন মোহাম্মাদ গাজীর পুত্র জি এম সাকী ইউনুসের উপর সন্ত্রাসী হামলা এবং ষড়যন্ত্রমূলক একাধিক মিথ্যা মামলার প্রতিবাদে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিকদের সামনে অভিযোগগুলি তুলে ধরেন জিএম সাকী ইউনুসের বোন সালমা জাহান। উপস্থিত ছিলেন তার বড় ভাই জি এম শাহজান ও মোঃ জালাল উদ্দিন সরদার।
সাংবাদিক সম্মেলনে সালমা জাহান জানান; ৪ জুলাই ১২ টার দিকে আমার ভাই মাছের ঘেরে যাওয়ার উদ্যেশে শ্রী নদীর কালভার্টের উপর পৌঁছে ভবদহ কলেজের শিক্ষক মো: হুমায়ূন কবীর স্বপনের সাথে কথা বলছিলেন। এ সময়ে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের জিএম আবদুস সামাদের ছেলে জিয়াউর রহমান গাজীসহ ৫/৬জন ব্যক্তি আমার ভাইকে মারপিট করেন এবং দায়ের কোপে মারাত্মক জখম করেন। আহতাবস্থায় সাকীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। এই ঘটনায় ৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করি।
তিনি আরও জানান; একই দিনে আমার ভাই সাকী ইউনুসসহ ৬ জনের বিরুদ্ধে জিয়াউর রহমান একটি নাটক সাজিয়ে থানায় পাল্টা মিথ্যা মামলা করেন। পরদিন হাসপাতাল থেকে সাকি ইউনুস বাড়ি আসেন। রোববার সন্ধ্যার দিকে জিয়াউর রহমান বহিরাগত লোকজন নিয়ে আমাদের বাড়ির সামনে গালিগালাজ করে সাকী ইউনুসের উপর হামলা চালায়। তখন আমাদের পরিবারের লোকজন ঠেকাতে গেলে মারামারি হয়। এই ঘটনায়ও জিয়ার পিতা সামাদ গাজী ১৭জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করেন।
শত্রুতার কারণ জানতে চাইলে সালমা জাহান বলেন; ফুলতলা উপজেলার তুষার নামে এক ব্যক্তির সাথে জিয়াউর রহমান গাজী যৌথভাবে ইটভাটা করেন। পরবর্তীতে যাবতীয় টাকা তুষারকে ফেরত দেয়ার চুক্তিতে ঐ ইট ভাঁটা জিয়া নিয়ে নেয়। এ চুক্তির সময় সাকি ইউনুস জিয়াকে সহযোগিতা করেন। কিন্তু চুক্তি মোতাবেক টাকা পয়সা পরিশোধ না করায় তুষার পরবর্তীতে আমার ভাই সাকী ও জিয়ার নামে মামলা করেন। এমনকি জমিওয়ালাদের হারির টাকাও জিয়া পরিশোধ করেন না। এসব নিয়ে জিয়া ও সাকীর মধ্যে টানাপোড়েন শুরু হয়। এ ছাড়া মান্দ্রা ঈদগাহ কমিটিতে সাকী সভাপতি নির্বাচিত হলে জিয়াদের সাথে বড় ধরনের দ্বন্দ্ব শুরু হয়। এর আগে জিয়ার পিতা আবদুস সামাদ গাজী ঐ ঈদগাহ কমিটির সভাপতি ছিলেন। অর্থনৈতিক কেলেঙ্কারিতে সামাদ গাজীকে কমিটি থেকে বাদ দেন বলে সংবাদ সম্মেলনে জানান।
বর্তমানে আমার ভাই সাকি ইউনুস জেল হাজতে রয়েছেন। প্রতিনিয়ত জিয়াউর রহমানের পরিবারের পক্ষ থেকে আমাদের হুমকি প্রদান করছেন। আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। এমতাবস্তায় মাননীয় সংসদ সদস্য ও প্রশাসনের দৃষ্টি কামনা করে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারপূর্বক অবিলম্বে অপরাধিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজোয়ান মোল্যার কাছে বিয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি কিচ্ছু জানিনে।