বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৌলতপুর উপজেলা আওয়ামলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রবীণ আওয়ামী লীগ নেতা আফাজ উদ্দিন আহমেদ।
শোক বার্তায় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের দুর্দিনের কাণ্ডারী ছিলেন সাহারা খাতুন। নানান ঘাত প্রতিঘাতে আওয়ামলীগের ও দলের নেতাকর্মীদের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ। তার মৃত্যুতে নেতাকর্মীরা একটি ভরসাস্থল হারিয়ে ফেলল। তিনি তার আত্মার মাগফেরাত কামনা ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।