নীলফামারীর কিশোরগঞ্জে রিকশাভ্যান থেকে পড়ে গিয়ে চিনুবালা নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার রাতে দেবীর বাজার থেকে পারেরহাট যাওয়া রাস্তার সিঙিমারীর দোলায় দুর্ঘটনাটি ঘটেছে। ওই বৃদ্ধা মাগুড়া ইউনিয়নের আক্কেলপুর গ্রামের মৃত ভরত চন্দ্রের স্ত্রী। জানা যায়, নাতি জামতার বাড়ি থেকে রাতে ব্যাটারী চালিত রিকশাভ্যানে ছেলে ও ননদসহ তিনি বাড়ি ফেরছিলেন। ভাঙচুর রাস্তায় রিকশাভ্যানের ঝাঁকুনিতে পথিমধ্যে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জ থানার ওসি এম হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।