রংপুর মহানগরীতে পৃথক দুই স্থানে বজ্রপাতে সাবেক এক ইউপি সদস্যসহ দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে নগরীর ১৫ নং ওয়ার্ডের দর্শনা দূর্গাপুর ও আক্কেলপুর এলাকায় বজ্রপাতে মৃত্যুর এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দর্শনা ভূরারঘাট দূর্গাপুর মহালটারির মৃত কছি উদ্দিনের ছেলে সাবেক ইউপি সদস্য হাজী মোবারক আলী (৬২) ও আক্কেলপুর গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে এনামুল হক (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো কৃষক এনামুল হক সকালে তার কৃষি জমিতে কাজ করতে যান। দুপুর সাড়ে এগারোটার সময় বৃষ্টিপাত শুরু হলে তিনি বজ্রপাতের শিকার হয়ে মারা যান। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এদিকে একই দিন দুপুরে ধান ক্ষেত দেখতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে সাবেক ইউপি সদস্য হাজী মোবারক আলীর। পরে তার পরিবারের লোকজন খবর পেয়ে তার লাশ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে আরপিএমপি তাজহাট থানার ওসি শেখ রোকনুজ্জামান বলেন, সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছেন।