কুমিল্লার নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের বাগমারা গ্রামের পন্ডিত বাড়ীর শত বছরের চলাচলের রাস্তা বন্ধ করে প্রায় ২০০ লোককে ঘর বন্দি করে রাখার অভিযোগ উঠেছে একই গ্রামের সুরুজ মিয়ার ছেলে আবু তাহেরের বিরুদ্ধে। এ ব্যাপারে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট বৃহস্পতিবার লিখিত অভিযোগ দায়ের করে ভূক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাগমারা গ্রামের পন্ডিত বাড়ীর শতবছরের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে একই গ্রামের আবু তাহের। ফলে ওই রাস্তা দিয়ে চলাচলকারী প্রায় ২০০ লোকের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পরিবার গুলোর যাতায়াতের বিকল্প কোন রাস্তা না থাকায় বাঁশ সরিয়ে চলাচল করতে চাইলে আবু তাহের তাদেরকে গাল মন্দ করে। এ ব্যাপারে স্থানীয় ইব্রাহীম খলিল, সমসের আলী, শাহজাহান, সৈয়দ আহম্মদ, ও সিরাজুল ইসলাম’সহ ১৮ জন বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত আবু তাহের বলেন, আমি তাদের সম্পত্তিতে বাঁশ দিয়ে পথ বন্ধ করিনি এবং কারো জায়গার রাস্তা বন্ধ করিনি। তারা তাদের হিস্যা বুঝে নিয়ে এখন আমার বাড়ীর উপর দিয়ে একক ভাবে রাস্তা ব্যবহার করতে চায়।
এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।