রংপুরের পীরগাছায় তিস্তার চরে ভাঙ্গন কবলিত ২নং গাবুড়া এলাকায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় কমপক্ষে ১০ ব্যক্তি গুরুতর আহত হন। বজ্রপাতে ওই এলাকার প্রায় ৫০টি বিদ্যুতের মিটার বিষ্ফোরিত হয়ে বিনষ্ট হয়। আজ ৯ জুলাই বিকেলে তিস্তা নদীর ভাঙ্গল কবলিত ওই এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, আজ বিকেল ৫ টার দিকে উপজেলার ছাওলা ইউনিয়নের ২নং গাবুড়া গ্রামে গুড়িগুড়ি বৃষ্টির মাঝে বজ্রপাত হলে ওই গ্রামের নজর মামুদ এর ছেলে জিয়াউর রহমান (৩৫) ঘটনাস্থলেই মারা যান। এ সময় আশেপাশের বাড়ির ১০ জন নারী ও পুরুষ গুরুতর আহত হয়। ঘটনার সময় বেশ কয়েকটি বজ্রপাতে ওই এলাকার প্রায় ৫০টি বৈদ্যুতিক মিটার বিষ্ফোরিত হয়ে নষ্ট হয়ে যায়। আহতদের প্রাথমিক ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। ছাওলা ইউপি চেয়ারম্যান শাহ আবদুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।