নিরাপদ, নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিতকল্পে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে ৯ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অফিসার্স ক্লাব ডুমুরিয়ায় প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় প্রেস ব্রিফিং ও সেমিনারে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাহনাজ বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজী আবদুল হালিম, মহিলা ভাইস চেযারম্যান শারমিনা পারবিন রুমা, উপজেলা সিনিঃ মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ কামরুজ্জামান, ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী, সম্পাদক আঃ লতিফ মোড়ল ডুমুরিয়া জাতীয় পত্রিকা সাংবাদিক ফোরামের সভাপতি এম এ এরশাদ, সম্পাদক সুমন ব্রহ্ম, প্রমুখ। এ ছাড়া সেমিনারে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান।
প্রেস ব্রিফিং এ প্রেজেন্টেশন উপস্থাপন করেন খুলনা মহিলা টিটিসি’র চীপ ইনস্ট্রক্টর এম এ বাকী ও ইনস্ট্রক্টর সৈয়দ হাসান তানভীর।
সেমিনারে বক্তারা দক্ষ ও প্রশিক্ষিত হয়ে বিদেশ গমণ, বিদেশ গমনে প্রতারণা এড়াতে নিশ্চিত হওয়া এবং বৈদেশীক মুদ্রা অর্জনে সকলে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।
সেমিনারে চাকুরী নিয়ে বিদেশ গমনের ইচ্ছুকদের কর্মদক্ষতা, সচেতনতা, বিদেশী ভাষা, আইন, আত্মসম্মান, প্রযুক্তি ব্যবহারসহ বিদেশ গমনে ঝুঁকি সমূহ, ফ্রি ভিসার বিপদ, দালাল দ্বারা প্রতারিত হওয়ার বিপদ এবং সরকার কর্তৃক নির্ধারিত জনশক্তি রপ্তানীকারী এজেন্সি এবং দেশ ভেদে নির্ধারিত অভিবাসন ব্যয় সম্পর্কে বিশেষ ভাবে আলোকপাত করা হয়।