গাজীপুরের টঙ্গী বাজার এলাকা থেকে ১৪’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- হৃদয় ওরফে দ্বীন ইসলাম (২৬) ও সাইদুর ইসলাম (২৮)।
পুলিশ জানায়, টঙ্গী বাজার হোটেল হ্যারিটেজের নিচে একদল মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান পাচার করার জন্য অপেক্ষা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ওই এলাকায় একটি অভিযান পরিচালনা করে টঙ্গী পূর্ব থানার এসআই শাহিন মোল্লাসহ একদল
পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে মাদক ব্যবসায়ী হৃদয় ও সাইদুরকে গ্রেফতার করে। এসময় সুজন নামে অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরে তাদের দেহ তল্লাশী করে উভয়ের কাছ থেকে ১হাজার ৪’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের শেষে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে। ওই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ টঙ্গী, পূবাইলসহ আশপাশে অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছিলো বলেও পুলিশ জানায়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।