যবিপ্রবির জেনোম সেন্টারে যশোরের ১১৩টি নমুনা পরীক্ষা করে ২৯টি নমুনার ফল পজেটিভ এসেছে। এই নিয়ে যশোর জেলায় মোট ৭৮২ জন করোনায় আক্রান্ত হলেন। করোনায় মারা গেছেন ১৫ জন। সুস্থ হয়েছেন ৩৫৩ জন।
বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, বুধবার তাদের ল্যাবে মোট ২৭১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৯টি পজেটিভ রেজাল্ট দিয়েছে। বাদবাকি ১৯২টি নমুনা ছিল নেগেটিভ।
এদিন যশোরের ১১৩ জনের নমুনা পরীক্ষা করে ২৯টি পজেটিভ রেজাল্ট পাওয়া যায়। এ ছাড়া মাগুরার ৩৫টি নমুনা পরীক্ষা করে ৬টি, বাগেরহাটের ৬৭টি নমুনা পরীক্ষা করে ২৮টি এবং সাতক্ষীরার ৫৬টির মধ্যে ১৬টি নমুনা পজেটিভ রেজাল্ট দেয়। পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।
যশোর সিভিল সার্জন অফিসের দায়িত্বরত কর্মকর্তা ডা.রেহেনেওয়াজ জানান, এদিন যশোরের ১১৩টি নমুনা পরীক্ষা করে তার মধ্যে নতুন ২৯টি পজেটিভ বলে শনাক্ত করা হয়। এর ভিতর সদর উপজেলার ২৮ টি ও শার্শা উপজেলায় ১টি নমুনা পজেটিভ।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে চার রোগীকে। নতুন করে আক্রান্ত ব্যাক্তিদের ঠিকানা শনাক্ত করে স্থানীয় প্রশাসন আইনগত ব্যাবস্থা গ্রহন করবে।