যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশনে ফুলসুরাত (৬০) নামে এক নারীর মৃৃত্যু হয়েছে। হাসপাতালের আইসোলেশনে মৃৃৃৃত নারী ঝিকরগাছা উপজেলার কৃৃৃষœনগর গ্রামের মাতুব্বার সর্দারের স্ত্রী।
হাসপাতালের আর এম ও ডা.আরিফ আহম্মেদ জানান, ফুলসুরাত নামে ওই নারী গত ৭ জুলাই সকালে এইচ টি এন,ডি এম,এবং জ¦র নিয়ে হাসপাতালের আইসোলেশান ওয়ার্ডে ভর্তি হয়। গত ৭ জুলাই তার করোনা নমুনা সংগ্রহ করা হয়। বৃৃৃৃহস্পতিবার (৯ জুলাই) সকালে তার রিপোর্ট নেগেটিভ এসেছে। তারপর সকাল ১০টা ১৫মিনিটে তার মৃৃৃৃত্যু হয়৷