কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের বায়রা গ্রামের মৃত কালা মিয়ার ছেলে প্রতিবন্ধি এতিম আলীর ৩৪ শতক সম্পত্তি জবর দখলের অভিযোগ উঠেছে তার জেঠাত ভাই মৃত আলী আহম্মদের ছেলে রুহুল আমিনের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে কয়েক বার সালিশ বৈঠক বসে এতিম আলীর সম্পত্তি বুঝিয়ে দিতে রুহুল আমিনকে বলা হয়। রুহুল আমিন সালিশ বৈঠকের সিদ্ধান্ত না মেনে এতিম আলীর সম্পত্তি জবর দখল করে আসছে। এ ব্যাপারে এতিম আলী নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢালুয়া ইউনিয়নের বায়রা গ্রামের প্রতিবন্ধি এতিম আলী মায়ের গর্ভে থাকা অবস্থায় তার পিতা মরা যান। পরে অন্যের বাড়ীতে থেকে ও কাজ করে তার মা সে ও তার বোন মরিয়মকে লালন পালন করেন। পরে তারা ওই বাড়ীতে ফিরতে চাইলে তার জেঠাত ভাই রুহুল আমিন জানায় তাদের বাড়ীতে কোন জমি নেই। বাধ্য হয়ে এতিম আলি রুহুল আমিনের পিতা আলী আহম্মদের নিকট থেকে আড়াই শতক জমি ক্রয় করে বাড়ী নির্মাণ করে বসবাস করে আসছে। কিন্তু গত ২০১৪ সালের মার্চ মাসে জেঠাত ভাই রুহুল আমিন তাদের জমিতে ভুল আছে মর্মে একটি জমিনের ২০ শতক সংশোধন করবে বলে এতিম আলীর নামে খাজনা দাখিলা কাটে এবং কবলা দিতে এতিম আলীকে চাপ প্রয়োগ করে। এতিম আলী বিষয়টি স্থানীয়দের জানালে তারা কগজপত্র দেখে জানতে পারে এতিম আলী তার পিতার ওয়ারিশ সূত্রে ৩৪ শতক সম্পত্তির মালিক। পরে সালিশদাররা এতিম আলীকে তার পৈত্রিক ৩৪ শতক জমি বুঝিয়ে দিতে রায় প্রদান করে। কিন্তু রুহুল আমিন সালিশ বৈঠকের রায় অমান্য করে ওই জমিন জবর দখল করে রাখে। অভিযুক্ত রুহুল আমিন বলেন, আমি এতিম আলীর কোন জমি দখল করিনি।
স্থানীয় ইউপি সদস্য হারুনুর রশিদ বলেন, বিষয়টি আগামী ঈদুল আযহার সময় রুহুল আমিন বাড়ীতে আসলে সমাধান করার চেষ্টা করবো।
এ ব্যাপারে নাঙ্গলকোট থানা পুলিশের উপপরিদর্শক সোহেল মিয়া বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।