বৃহস্পতিবার দিন-দুপুরে মনিরামপুর-নওয়াপাড়া সড়কে দিগঙ্গা কুচলিয়া স্কুলের সামনে রফিকুল ইসলাম ওরফে রফি (৪৭) নামের এক ইজিবাইক চালককে গুলি ও জবাই করে হত্যা করা হয়েছে। দুপুর ২টার দিকে নওয়াপাড়া থেকে মনিরামপুর মুখি আসার সময় কুচলিয়া স্কুলের সামনে দূর্বৃত্তরা তাকে গুলি ও জবাই করে হত্যা করে। তার বুকে এবং মাথায় গুলি বিদ্ধ হয় বলে জানাগেছে। হত্যা কান্ডে শিকার রফিকুল ইসলাম মনিরামপুরের মধুপুর গ্রামের মৃত. আমারত শেষের ছেলে বলে জানাগেছে।
পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, হত্যাকান্ডে শিকার রফি অভয়নগেরর কাউন্সিলর ওলিয়ার রহমান ও মনিরামপুরের প্রকাশ চেয়ারম্যান হত্যা মামলার আসামী। খোঁজ খবর নিয়ে জানা গেছে, দুপুরে রফিকুল ইসলাম ওরফে রফি নওয়াপাড়া থেকে নিজের ইজিবাইক নিয়ে বাড়ির দিকে আসছিলেন। কুচলিয়া স্কুলের সামনে পৌছেলে দূর্বৃত্তরা তাকে রাস্তার উপর গুলি চালায়। এক পর্যায় মৃত্যু নিশ্চিত করতে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কাটা হয়।
পরিচয় গোপন রাখার শর্তে এলাকার লোকজন জানান, ইজিবাইক চালক রফিকুল ইসলাম রফি একজন দূর্ধর্ষ সন্ত্রাসী ছিলেন। একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন (চরমপন্থি) দলের সদস্য ছিলেন। সে সময় মনিরামপুর হরিদাসকাটি ইউপি চেয়ারম্যান প্রকাশ সাহা খুন হন। এ মামলার আসামীসহ অভয়নগরের কাউন্সিলর ওলিয়ার হত্যা মামলার আসামীও সে।
স্থানীয় সংশি¬ষ্ট ইউপি চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাড়ে রফিকুল ইসলাম হত্যা কান্ডের বিষয়টিও নিশ্চিত করেন। মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম ইজিবাইক চালক রফি হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। খোঁজ খবর নিয়ে জানাগেছে, হত্যাকান্ডের শিকার রফিকুল ওরফে রফি একজন দূর্ধর্ষ সন্ত্রাসী ছিলেন। তার বিরুদ্ধে হরিদাসকাটি ইউপি চেয়ারম্যান প্রকাশ সাহা হত্যা, অভয়নগরের কাউন্সিলর ওলিয়ার হত্যাসহ একাধিক মামলা আসামি সে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছিলেন এবং কেউ আটক হয়নি।