ভৌগোলিক কারণে রাজধানী ঢাকার সাথে যোগাযোগের চাঁদপুরের মতলব উপজেলা কয়েক লক্ষ মানুষকে গজারিয়া হয়ে যাতায়াত করতে হয়। মাঝখানে প্রায় ১.৫ কিলোমিটার প্রস্থ্য মেঘনা নদী থাকায় এতোদিন উপজেলা দুটিতে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করা যায়নি। তবে সম্প্রতি সেখানে একটি সেতু নির্মানে উদ্দ্যেগ নিয়েছে সরকার এতেই স্বপ্ন বুনছে দুই পারের মানুষ। যানা যায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) অধীনে মেঘনা নদীর গজারিয়া অংশের কালিপুরা ঘাট থেকে মতলব পর্যন্ত ১.৫ কিলোমিটার অংশে নির্মিত হবে এই সেতু। প্রাথমিক পর্যবেক্ষন শেষে শুরু হয়েছে মাটি পরীক্ষার কাজ। সকল আনুষ্ঠানিকতা শেষে দ্রুততম সময়ের মধ্যেই শুরু হতে পারে সেতুটির নির্মান কাজ। সরজমিনে গত ৮ই জুলাই ঘটনাস্থলে গিয়ে দেখা যায় নদীর বিভিন্ন অংশে মাটি পরীক্ষার কাজ করছে। এৎড়ঁহফ ওহংঃৎঁসবহঃধঃরড়হ ্ বহমরহববৎরহম ঢ়ঃব. খঃফ (এওঊ) নামে একটি কনসালটেন্ট ফার্ম। প্রতিষ্ঠানটিতে কর্মরত একজন প্রকৌশলী জানান গত মাসের ২০ তারিখ থেকে তারা মাটি পরীক্ষার কাজ শুরু করেছে। যা আগামী ২/১ দিনের মধ্যে শেষ হবে। স্থানীয়দের প্রতিক্রিয়া জানাতে কথা হয় ট্রলার চালক পাচু মিয়া, ছামেদ প্রধান ও তৌহিদ হোসেনর সাথে তারা বলেন সেতু নির্মান হলে তাদের ট্রলারে কে উঠবে। তার পরও তারা খুশি। এলাকাবাসী খুশির কথা চিন্তা করে প্রয়োজন পরলে পেশা বদল করিতে ও রাজি তারা। এপথে নিয়মিত চলাচলকারী যাত্রীদের মধ্যে কয়েকজনের সাথে কথাবল হলে তাদের মধ্যে শাহিনা বেগম, দেলোয়ার বেপারী জানান শীত মৌসুমে যখন কুয়াশার তীব্রতা বেশি থাকে তখন এই নৌ-রুটে নিয়মিত ঢাকাতীর ঘটনা ঘটে। এছাড়াও ঝরের সময় বা সন্ধার পর ট্রলার পাওয়া যায় না। সেতুটি নির্মান হলে তাদের অনেক উপকার হবে। রাজধানী শহর ঢাকার সাথে সড়ক যোগাযোগ সহজতর পণ্য পরিবহন আমদানি রপ্তানী বাণিজ্য বেপক উন্নতি সাধিত হবে। এলজিআরডি গজারিয়া উপজেলা প্রকৌশলী আরজুরুল হক আরজু জানান ১.৫ কিলোমিটার দির্ঘ এই সেতুটি নির্মান কাজ করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিআরডি) নদীর বেশির ভাগ অংশ গজারিয়ার উপজেলার সীমানায় এবং বাকি অংশ চাঁদপুরের মতলব উপজেলার সীমানাধীন হওয়ায় সীমানা নিয়ে কিছুটা জটিলতা আছে। সম্পূর্ণ কাজটি কয়েক দাপে ভিবক্ত করে এলজিআরডির মুন্সিগঞ্জ ও এলজিআরডির চাঁদপুর যৌথভাবে সেতু নির্মানের কাজটি করবে। বিষয়টির সম্পর্কে এলজিআরডির ১জন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের পর বর্তমানে সয়েল টেষ্ট কাজ চলমান তবে বৃহদাকারে সেতু নির্মানের জন্য ব্যয় ও হয় অনেক সয়েল টেষ্টের পর ডিজাইন করলে সম্ভাব্য জানা যাবে। তবে নদীর স্রােত থাকায় নদীশ্বাসন, অ্যাপ্রোচ সড়ক নির্মান সহ বেশকিছু কাজকে গুরুত্ব দিতে হচ্ছে। যার ফলে সেতু ব্যায় বৃদ্ধি পাবে। সামগ্রিক সকল বিষয়ে বিবেচনা করে সেতু নির্মানের বিষয়টি নিয়ে চিন্তা করছেন তারা অচিরেই এ ব্যপারে চুড়ান্ত সিন্ধান্ত নেয়া যাবে।