বেসরকারি উন্নয়ন সংগঠণ পিসিডি’র উদ্যোগে বুধবার (৮ জুলই) সকালে চাটমোহর কার্যালয়ে পিকেএসএফ-এর ‘কর্মসূচী সহায়ক তহবিলের’ আওতায় এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। পিসিডির নির্বাহী পরিচালক আলহাজ¦ মোঃ শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. মো. জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন চাটেমোহর থানার ইন্সপেক্টর (তদন্ত) হাননান মাহমুদ। এসময় পুলিশের এসআই মাইদুল ইসলাম,এরিয়া ম্যানেজার হাশেম আলী,আঃ গণি,খান জাহান আলী আকাশসহ পিসিডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোট ৪৭জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে ৫ লাখ ৬৪ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।