রংপুর জেলা জাতীয় পার্টির নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাজী আবদুর রাজ্জাককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন রংপুর মহানগর যুব সংহতির নেতৃবৃন্দ।
গতকাল এক অভিনন্দন বার্তায় রংপুর মহানগর যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকির ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন কাদেরী শান্তি তাকে অভিনন্দন জানিয়েছেন।
তারা আশাবাদ ব্যক্ত করেন, হাজী আবদুর রাজ্জাকের নেতৃত্বে রংপুর জেলা জাতীয় পার্টির কার্যক্রম আরও গতিশীল হবে। জেলাসহ আট উপজেলার সকল ইউনিয়ন ওয়ার্ডে জাতীয় পার্টির নেতাকর্মীরা উজ্জীবিত হবে।
সেই সাথে হাজী আবদুর রাজ্জাককে রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনোনীত করায় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি ও মহাসচিব আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গা এমপিকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানান যুব সংহতির নেতাকর্মীরা।