পাবনার সুজানগরের বন্যা কবলিত এলাকায় সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে উপজেলার গাজনার বিলের পার্শ্ববর্তী বন্যা কবলি বস্তাল, শারীরভিটা, সৈয়দপুর, স্বাগতা এবং পদ্মার চরাঞ্চলের বন্যা কবলিত চরশ্রীপুর এবং চরকেষ্টপুর গ্রামের বাড়ি-ঘরে সব চেয়ে বেশি সাপের উপদ্রব দেখা দিয়েছে।
এলাকাবাসী জানায়, শুষ্ক মৌসুমে বিষধর সাপ চরাঞ্চল এবং এলাকার ঝোপ-ঝাড়ে বসবাস করে থাকে। কিন্তু পদ্মা এবং গাজনার বিলের পানি বৃদ্ধি পাওয়ায় ওই সকল চরাঞ্চল এবং ঝোপ-ঝাড় তলিয়ে যাওয়ায় সাপ বন্যা কবলিত বাড়ি-ঘরে আশ্রয় নিয়েছে। উপজেলার সাগরকান্দী ইউনিয়নের বন্যা কবলিত চরশ্রীপুর এবং চরকেষ্টপুর গ্রামের বাসিন্দা আবদুল হামিদ এবং রইচ উদ্দিন জানান, বন্যার পানিতে তাদের এলাকার চরাঞ্চল এবং বনজঙ্গল তলিয়ে যাওয়ায় অধিকাংশ বাড়ি-ঘরে সাপের বিচরণ লক্ষ করা যাচ্ছে। ইতোমধ্যে বিষধর সাপের কামড়ে চরশ্রীপুর গ্রামের আখের আলীর স্ত্রী মোমেনা খাতুন (৩০) মারা গেছে এবং চরকেষ্টপুর গ্রামের আফসার আলী (৬০) সাপের কামড়ে অসুস্থ হয়ে বর্তমানে স্থানীয় একজন কবিরাজের নিকট চিকিৎসাধীন রয়েছে। এতে ওই সকল চরাঞ্চলের মানুষ সাপ অতঙ্কে ভুগছেন। সাগরকান্দী ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী বলেন প্রত্যেক বছরের ন্যায় এ বছরও বন্যা কবলিত চরাঞ্চলে সাপের উপদ্রব দেখা দিয়েছে। আমি এলাকাবাসীকে সাপের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি হাতের কাছে সাপ শিকারের হাতিয়ার রাখতে বলেছি।