আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়ায় প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে নওয়াপাড়া জগদ্বাত্রী পূজা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
নওয়াপাড়া ফুটবল একাদশের আয়োজনে খেলায় নওয়াপাড়া ফুটবল একাদশ ও গাবতলা ফুটবল একাদশ মুখোমুখি হয়। নওয়াপাড়া দলের মামুন প্রথমার্ধের ২২ মিঃ ১ম গোল এবং একই দলের শরিফুল ২য় অর্ধের ২০ মিনিটে ২য় গোল করে দলকে এগিয়ে নেন। ফলে নওয়াপাড়া ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করেছে। রেফারী ছিলেন, প্রকাশ চন্দ্র বাছাড়, রিপন ও স্বপন সরদার।