আশাশুনি উপজেলা মৃৎশিল্পী ও ভাস্কর্য নির্মাণ সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আশাশুনি সদর কালিমন্দির প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার ১১ ইউনিয়নের মৃৎশিল্পী ও ভাস্কর্য নির্মাণ শিল্পীদের সমন্বয়ে উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে আলোচনায় সভাপতিত্ত্ব করেন অমর কুমার ঢালী। বিকাশ মন্ডলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, শ্রীউলা ইউনিয়ন সভাপতি তপন কুমার মন্ডল, সাধারণ সম্পাদক দিলীপ মন্ডল, আশাশুনি সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক শ্যাম বৈদ্য, বুধহাটা ইউনিয়ন সভাপতি শংকর দাশ, কুল্যা ইউনিয়ন সভাপতি উত্তম পরামান্য, সাধারণ সম্পাদক দয়াল সরকার, খাজরা ইউনিয়ন সভাপতি মৃনাল কান্তি মন্ডল, দরগাহপুর ইউনিয়ন সভাপতি মঙ্গল মন্ডল, বড়দল ইউনিয়ন সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র মন্ডল, কাদাকাটি ইউনিয়ন সভাপতি আনন্দ মোহন প্রমুখ।