আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ধাড়িয়াখালী ও হেতাইলবুনিয়া খাল জলমহলের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা জলমহল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ তদন্ত অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান নেতৃত্বে উপজেরা সমবায় কর্মকর্তা মোঃ করিমুল হক, বডদল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রনজিত কুমার মন্ডল এলাকায় গিয়ে তদন্ত কাজ পরিচালনা করেন। তদন্তকালে ২৩ জন মৎস্যজীবিদের আইডি কার্ড যাচাই ও খালের বিভিন্ন অংশ এবং খাস সম্পত্তি সম্বপর্কে খোজখবর নেন ও ঘুরে ঘুরে দেখেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান জানান, অভিযোগের ভিত্তিতে ২৩ মৎস্যজীবিদের আইডি কার্ড যাচাই ও খালের বিভিন্ন অংশ এবং খাস সম্পত্তি দেখলাম ও শুনলাম। উভয়পক্ষের লোকদের সাথে কথা বলেছি। এখনো তদন্ত কাজ অব্যাহত আছে, এখনই কিছু বলা যাবে না।