আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়ায় ভেঙ্গে যাওয়া ভেড়ী বাঁধ বাঁধার কাজ পুরোদমে এগিয়ে চলেছে।
ঘুর্ণিঝড় আম্ফানের তান্ডবে প্রতাপনগরের অন্যান্য স্থানের ন্যায় কুড়িকাহুনিয়া গড়িমহল খালের গাজী বাড়ির সামনে পাউবো’র ভেড়ী ভেঙ্গে গিয়ে এলাকা প্লাবিত হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতায় ও সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের তত্ত্বাবধানে বাঁধটি বাঁধার কাজ করা হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেনের নেতৃত্বে। এলাকাবাসীর অংশগ্রহণে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ বাধার কাজ এগিয়ে চলছে। বাঁধের বড় অংশের কাজ ইতোমধ্যে শেষ পর্যায়ে। এলাকাবাসী প্লাবনে নিত্য প্লাবিত হয়ে মানবেতর জীবন যাপন থেকে রক্ষা পেতে স্বতঃস্ফুর্ত ভাবে কাজে অংশ নিচ্ছে।