দীর্ঘ ১৪ মাস পর রংপুর সিটি করপোরেশনের গুরুত্বপুর্ন কাগজপত্র মোবাইল ফোনে ধারন করে বাইরে পাচারের অভিযোগে সাসপেন্ড হওয়া প্রধান হিসাব রক্ষনকর্মকর্তা আবদুল হাকিম মিয়ার বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির তাদের তদন্ত কার্যক্রম শেষ করে তাকে দোষি সাব্যস্ত করে প্রতিবেদন সিটি মেয়রের কাছে দাখিল করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান ও সিটি করপোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে রংপুর সিটি করপোরেশনের প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা আবদুল হাকিম মিয়ার বিরুদ্ধে অফিসের গুরুত্বপুর্ন নথি ও কাগজপত্র নিজের মোবাইল ফোনে ছবি তুলে বাইরে পাচার করার সুনিদৃষ্ট অভিযোগ পাবার পর গত ১৩ মার্চ্চ তারিখে সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। যার স্মারক নম্বর ১৩১৯ তারিখ ১৩/০৩/১৯ইং। তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দ্দেশ দেন মেয়র। এরপর ১৯/০৩/১৯ইং তারিখে কারণ দর্শানোর জবাব সন্তোষ জনক না হওয়ায় সিটি মেয়র তাকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করার আদেশ দেন। সেখানে উল্লেখ করেন মেয়র অফিসের গুরুত্বপুর্ন নথি মোবাইল ফোনে ধারন করার বিষয়টি অস্বিকার করলেও প্রধান হিসাব রক্ষন কর্মকর্তার জবাব সন্তোষ জনক না হওয়ায় এবং তার অপকর্মের প্রমান সিটি করপোরেশনের কাছে থাকার কথা উল্লেখ করেন মেয়র। যার স্মারক নম্বর ১৪৯৯ তারিখ ৭/০৪/১৯ইং। এ ঘটনায় সিটি করপোরেশনের সচিবকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করার আদেশ দেন মেয়র যার স্মারক নম্বর ১৭৯৭ তারিখ ৭/০৫/১৯ইং। পরবর্তী কালে তদন্ত কমিটি পরিবর্তন করে চলতি বছরের ৯ জুন তারিখে তত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেনকে আহ্বায়ক এবং আবু জাফর মোঃ সালেহ নির্বাহি প্রকৌশলীকে সদস্য করে দু সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন মেয়র। যার স্মারক নম্বর ৬৩৫ তারিখ ৯/০৬/২০ইং। তদন্ত কমিটি গত ১৭/০৬/২০ইং তারিখে অভিযুক্ত প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা আবদুল হাকিম মিয়াকে ২২/০৬/২০ইং তারিখে স্বশরীরে হাজির হয়ে তার লিখিত বক্তব্য প্রদান করার জন্য নোটিশ প্রদান করে। যার স্মারক নম্বর ১৯২ তারিখ ১৭/০৬/২০ইং। নোটিশ পেয়ে গত ২২ জুন তারিখে বিকেল সাড়ে ৫ টার দিকে অভিযুক্ত প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা স্বশরীরে তদন্ত কমিটির কাছে হাজির হয়ে তার লিখিত বক্তব্য উপস্থাপন করেছেন বলে জানা গেছে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে লিখিত বক্তব্যে আবারো সাসপেন্ড হওয়া প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয় বলে দাবি করেন।
এদিকে তদন্ত তদন্ত কমিটি তার লিখিত বক্তব্য যাচাই বাছাই করে সেই সাথে এর আগে সিটি করপোরেশনের গুরুত্বপুর্ন তথ্য কম্পিউটারে তার নিজের মেইলে সংরক্ষন করার বিষয়টি হাতে নাতে ধরা পড়ার বিষয়টি সম্পর্কে সিটি মেয়রের কারণ দর্শানোর নোটিশ এবং সাসপেন্ড করার আদেশ নামা সহ অন্যান্য কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে সাবেক প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা আবদুল হাকিমকে দোষি সাব্যস্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য সিটি মেয়রের কাছে উপস্থাপন করেছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান তত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা স্বীকার করে আর কোন মন্তব্য করতে রাজি হননি।
সার্বিক বিষয়ে জানতে রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন সাবেক হিসাব রক্ষন কর্মকর্তা আবদুল হাকিম অফিসের গুরুপুর্ন কাগজপত্র মোবাইল ফোনে ধারন করে গর্হিত অপরাধ করেছেন। তিনি বলেন কেউই আইনের উর্ধে নয় এর আগে তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিক ভাবে প্রমানিত হবার পর তাকে সাসপেন্ড করা হয়। তদন্ত কমিটির দেয়া প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমি শুনেছি প্রতিবেদন দেয়া হয়েছে। তবে আমার টেবিলে এখানো
আসেনি। তবে প্রতিবেদনের সুপারিশ ও আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।