মুন্সীগঞ্জে নদীর পানি বৃদ্ধি, প্রবল স্রােত, নিন্মাঞ্চল প্লাবিত, মসজিদ, মন্দির, কবরস্থান ও রাস্তা ঘাট ভেঙ্গে যাচ্ছে। গত ৪/৫ দিনে জেলার টঙ্গিবাড়ি উপজেলার দিঘিরপাড়, কামারখারা, হাসাইল ও পাচগাঁও ইউনিয়য়ের বেশ কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে। কিছু জায়গায় বালির বস্তা ফেলে চেষ্টা করা হয়। এখনো শক্ত কোন ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন। বুধবার দুপুরে এসব এলাকা পরিদর্শণ করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুপ্তা ইয়াছমিন এমিলি।
পরিদর্শণকালে তিনি বলেন, গত কয়েক বছরের ভাঙনে টঙ্গিবাড়ি উপজেলার প্রায় অর্ধেক এলাকা ভেঙ্গে নদীগর্ভে চলেগেছে। মাননীয় প্রধানমন্ত্রী এর আগে ১০০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করে দিয়েছেন। আমাদের এ সমস্ত এলাকায় ব্যপকভাবে ভাঙ্গচুর হচ্ছে। দুইটি বিশাল এলাকার এলজিইডির এই রাস্তাটা যোগাযোগ রক্ষা করে। হঠাৎকরে পানি বৃদ্ধি ও স্্েরাতের কারণে কয়েক জায়গায় ভেঙ্গেছ্ েএ রাস্তা পদ্মার সাথে সরাসরি। আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রয়েছে। আমি ও আমাদের দলীয় নেতারা ও প্রশাসন কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী যে পরিকল্পনা করেছেন গ্রামেও উন্নত যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার। বর্তমানে পানি প্রবেশ করে এভাবে ভাঙ্গলে বাড়ি ঘরে পানি ডুকে গেলে এসব অঞ্চলের পরিবারগুলো থাকতে পারবে না। এমনিতেই করোনার প্রভাব তার মধ্যে নদী ভাঙ্গন ও বন্যা হলে মানুষকে বাচানো খুব কঠিন হয়ে পরবে।
এ সময় সাথে ছিলেন টঙ্গিবাড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জগলুল হালদার ভুতু, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তারসহ নেতা কর্মীরা।