রংপুরের পীরগাছায় রাক্ষসী তিস্তা নদী ভাঙ্গনের হাত থেকে ঘরবাড়ি ও আসবাবপত্র নিয়ে পাড়ি জমালেও শেষ রক্ষা হয়নি মুুকুল মিয়ার। মাঝ নদীতে নৌকা ডুবে ঘরবাড়ি, আসবাবপত্র, গরু-ছাগলসহ সব তলিয়ে গেছে। এ সময় পরিবার পরিজন নিয়ে সাঁতরিয়ে জীবন বাঁচাতে পারলেও সব হারিয়ে সে এখন নি:স্ব। বুধবার উপজেলার ছাওলা ইউনিয়নের তিস্তা নদীতে এ নৌকা ডুবির ঘটনা ঘটে।
জানা গেছে, ওই ইউনিয়নের ২নং গাবুড়া গ্রামের সোহরাব মিয়ার ছেলে মুকুল মিয়া (৩৫) নদী ভাঙ্গনের কবলে পড়ে বুধবার সাড়ে ১১ টায় ঘরবাড়ি, আসবাবপত্র, গরু, ছাগলসহ ১০/১২ জন লোক নিয়ে বাঁধে আশ্রয় নিতে রওনা হন। এ সময় হাগুরিয়া হাসিম গ্রামের কাছে পৌছলে নৌকাটি প্রবল ¯্রােতে তলিয়ে যায়। মুহুর্তের মধ্যে নৌকাটি ঘরবাড়ি, আসবাবপত্র, গবাদিপশু, ধান-চাউলসহ তলিয়ে যায়। এ সময় নৌকায় থাকা ওই পরিবারের ১০/১২ জন সদস্য সাঁতরিয়ে পাড়ে ওঠেন। বর্তমানে পরিবারটি শিবদেব বোল্ডারের পাড় বাঁধে আশ্রয় নিয়েছে। ওইদিন বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান তাৎক্ষনিক ভাবে ওই পরিবারকে নগদ ২০ হাজার টাকা ও নৌকায় মাঝি মকবুল হোসেনকে ১০ হাজার টাকা প্রদান করেন। এ সময় ইউপি চেয়ারম্যান শাহ আবদুল হাকিম উপস্থিত ছিলেন।