প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত করোনাকালীন সময়ে বিপর্যস্ত ও চরম কষ্টে থাকা কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নন-এমপিও শিক্ষকদের মাঝে মঙ্গলবার বিকেলে প্রণোদনার নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নন-এমপিও ভুক্ত স্কুল ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মাঝে উপজেলা হলরুম মিলনায়তনে এ নগদ অর্থ প্রদান অনুষ্ঠিত হয়।
প্রণোদনার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দিন।
নাঙ্গলকোট উপজেলার বেসরকারি ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭১ জন শিক্ষক ৫ হাজার টাকা করে ও ৬ জন কর্মচারিকে ২ হাজার ৫০০ টাকা করে মোট ৩ লাখ ৭০ হাজার টাকার চেক তাদের হাতে তুলে দেয়া হয়।