কেশবপুর সার্বজনীন কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা কমিটি গঠিত হয়েছে। মঙ্গলববার সন্ধ্যায় সামাজিক দুরত্ব বজায় রেখে বালিয়াডাঙ্গা দেবালয় মন্দির চত্বরে মন্দির কমিটির সভাপতি চন্দ্র শেখর সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দুলাল সাহার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হিন্দু ধমৃীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি ও কেশবপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকার, সাধারণ সম্পাদক সুকুমার সাহা,মন্দির কমিটির সহ সভাপতি কালীপদ পাল, উদয় সিংহ,. শঙ্কর পাল ,উৎপল দে, শিবু চক্রবর্ত্তী। সভায় সর্বসন্মতিক্রমে কেশবপুরের কেন্দ্রীয় করিী মন্দির পরিচালনার জন্য ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠণ করা হয়। তারা হলেন সুকুমার সাহা আহ্বায়ক, মদন সাহা অপু সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক আশুতোষ মজুমদার, সত্যজিৎ সাহা বুলু, সদস্য চন্দ্র শেখর সাহা,দুলাল চন্দ্র সাহা, পঙ্কজ কুমার দাস, কনক সেন ও উৎপল দে।