কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের উত্তর বেদকাশী গ্রামে হযরত মোহাম্মাদ (সাঃ) জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে ভিডিও কনফারেন্স মাধ্যমে। গত সোমবার সকালে উত্তর বেদকাশী গ্রামে হযরত মোহাম্মাদ (সাঃ) মসজিদ কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিত্তি প্রস্থর স্থাপন ভিডিও কনফারেন্সর মাধ্যমে উদ্বোধন করেন জেনিউজ বিডি ডক কমের সম্পাদক,বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ আল মামুন। মসজিদ কমিটির সভাপতি আবুল কালাম আজাদণ্ডএর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম কোম্পানী, বেদকাশী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আবদুল মাজেদ,ইউপি সদস্য আবু হাসান, মসজিদ কমিটির সাধারন সম্পাদক আইয়ুব হোসেন, কোষাধ্যক্ষ আনছার সরদার প্রমূখ। মসজিদ উদ্বোধন শেষে দেশ জাতির কল্যাণ কামনা করে ও অত্র মসজিদের উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের পেশ ইমাম হাফেজ আবদুর রহমান।