পদে পদে নানা হয়রানীর শিকার হয়ে এখন পথে পথে ঘুরছে বেসরকারী নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)’র মাধ্যমে নিয়োগ পাওয়া বৈধ এক শিক্ষক। নিয়োগ পেয়েও তিনি আজ ১৮ মাস বেতন পাননি। ফলে অত্যান্ত মানবেতর জীবনযাপন করছেন তিনি এবং তার অসহায় পরিবার।
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার নওদাপাড়া গ্রামের গোলজার হোসেনের পুত্র শাহিদুজ্জামান। তিনি বেসরকারী নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক ২য় নিয়োগচক্রের প্রথমধাপে ২০১৯ সালে নির্বাচিত হন। ১১ নং ব্যাচে তার রোল ছিল ২০১১৫১৫৭। কুষ্টিয়া স্বস্তিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার এবতেদায়ী শাখার শিক্ষক শরিফউদ্দীন আহমেদ (ইনডেক্স নং ০৭৩৩১২)’র অবসর গ্রহন করলে পদটি শূন্য হয়। ওই শূন্যে পদে শাহিদুজ্জামান কে নিয়োগ দেওয়ার জন্য নির্দেশক্রমে সুপারিশ করে এনটিআরসি। যার স্বারক নং বেশিনিক/ শি.শি/ বেশিপ্রশি.নি/ ৮৫৪/২০১৮/২৩৫। এরপরই মাদ্রাসার পরিচালনা পর্ষদ ৩১/০১/২০১৯ তারিখে মিটিং করে তাকে নিয়োগ পত্র প্রদান করেন। শাহিদুজ্জামান ২রা ফেব্রুয়ারী জুনিয়র শিক্ষক পদে যোগদান করেন। এরপর থেকেই মাদ্রাসায় নিয়মিত পাঠদান অব্যাহত রেখেছেন মেধাবী এই শিক্ষক। গত ১১ এপ্রিল ২০১৯ তারিখে এমপিও ভুক্তির জন্য প্রয়োজনীয় তথাদি সহ অনলাইনে এমপিও’র আবেদন করেন। কিন্তু ১৮ মাস অতিবাহিত হলেও আজো তাকে এমপিওভুক্ত করা হয়নি। অভিযোগ উঠেছে, পদে পদে তাকে হয়রানী করা হচ্ছে। নিয়ম মেনে ফাইল দাখিল হলেও খুলনা বিভাগীয় আঞ্চলিক উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে কোন যৌক্তিক কারণ ছাড়াই ফাইল বার বার বাতিল করে চরম হয়রানী করা হচ্ছে।
ভুক্তভোগী শিক্ষক শাহিদুজ্জামান অভিযোগ করে জানিয়েছেন, স্বস্তিপুর দাখিল মাদ্রাসা টি দাখিল স্তর পর্যন্ত। এখানে লেকচারার বলে কোন পদ নাই। ইবতেদায়ী বিভাগে জুনিয়র শিক্ষক সহ ৪ জন এমপিও ভুক্তির যোগ্য। তিনি জানান, মাদ্রাসা এমপিও নীতিমালা ২০১৮’র ৭ নং পৃষ্ঠায় বর্নিত পদ সমন্বিতকরন অংশের তথ্য মোতাবেক আমার পদটি আইনসিদ্ধ এবং এমপিও’র যোগ্য। কিন্তু ১৮ মাসেও আমার এমপিও ভুক্তি হয়নি। নিয়ম মেনে নিয়োগের সব কিছু চুড়ান্ত হলেও ক্ষমতার অপব্যবহার ও এমপিও নীতিমালা মাদ্রাসা ২০১৮অবজ্ঞা করে খুলনার বিভাগীয় আঞ্চলিক উপ-পরিচালক বারংবার ৫বার আমার এমপিও আবেদনটি বাতিল করেছে। যাহা চরম অন্যায় এবং ক্ষমতার চরম অপব্যবহার।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা শিক্ষা কর্মকর্তা জাহেদুর রহমান জানিয়েছেন, যাচাই বাছাই করে, এমপিও’র সকল নিয়ম মেনে জুনিয়র শিক্ষক শাহিদুজ্জামানের এমপিও ভুক্তির জন্য আবেদন পাঠিয়ে ছিলাম। কিন্তু তার ফাইল বাতিল হয়ে যায়। এভাবে বারংবার ফাইল বাতিল হয়েছে।
এ বিষয়ে খুলনা বিভাগীয় আঞ্চলিক উপ-পরিচালক নিভারানী পাঠকের সাথে যোগায়োগ করার চেষ্টা কর্ওে তার বক্তব্য পাওয়া যায়নি।